তাঁর অভিনয় জীবনের ৪ দশক পেরিয়েছে। অসংখ্য বক্স অফিস হিট, সমান্তরাল ছবি, সমালোচক মহলে প্রশংসিত ছবি তিনি দিয়েছেন, প্রসেনজিত চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) অনস্ক্রিন নায়িকার সংখ্যা ১০০! এর মধ্যে একজনও কি একটু স্পেশাল নয়? কী বলছেন স্বয়ং বাংলা ছবির ইন্ডাস্ট্রি?
জি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বুম্বাদা জানালেন, এখন বাণিজ্যিক ধারার ছবি করা কমিয়ে দিলেও একসময় পরপর বক্স অফিস হিটের জন্যেই ছবি করেছেন, রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সঙ্গে তাঁর ছবির সংখ্যা ৩৫। অভিনেত্রীর সঙ্গে তাঁর রয়েছে একটা কমফোর্ট জোন। আবারও সময়ের মধ্যে ছবি শেষ করতে হলে নায়িকা হিসেবে রচনাকেই চাইবেন।
Supreme Court: বিয়ের প্রতিশ্রুতি ভাঙা মানেই মিথাচার নয়, ধর্ষণের অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টের
জুটি হিসেবে অবশ্য সুপার ডুপার হিট প্রসেনজিৎ- ঋতুপর্ণার জুটি। কিন্তু সেক্ষেত্রে কাজ সময়ের মধ্যে শেষ হয় না, খানিক রসিকতার সুরে বললেন অভিনেতা।