এখনও তিনিই ইন্ডাস্ট্রি! আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেখতে দেখতে ৬০ বছর পূর্ণ করলেন অভিনেতা। অফিসিয়ালি এবার বুম্বাদা সিনিয়র সিটিজেন। আর জন্মদিনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'কাছের মানুষ'। ইন্ডাস্ট্রির জন্মদিন উদযাপন হবে না, তা হয়? বার্থডে ইভেই জমকালো পার্টিতে অভিনেতার সঙ্গে ছিলেন টলিউডের হু'জ হুরা।
শিশুশিল্পী হিসাবে প্রসেনজিতের প্রথম অভিনয় ‘ছোট্ট জিজ্ঞাসা’তে। ১৯৮৩ সালে বিমল রায়ের ‘দুটি পাতা’ ছবিতে প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ।
এরপর একে একে নানান ধরনের ছবিতে অভিনয় করেছেন। নিজেকে ক্রমাগত ভেঙেছেন, চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অমর সঙ্গী’ তাঁর অন্যতম হিট ছবিগুলির মধ্যে অন্যতম। একের পর এক বাণিজ্যিক হিট দেওয়া ছাড়াও তরুণ মজুমদার, তপন সিনহা, ঋতুপর্ণ ঘোষর একাধিক অন্য ধারার ছবিতেও অভিনয় করেছেন প্রসেনজিৎ।
৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দেব-প্রসেনজিৎ ঈশা সাহা অভিনীত কাছের মানুষ।