Movie Vamini : বালুরঘাটে নতুন ভাইরাস, অন্ধকার জগতের মুখোশ কি খুলতে পারবেন প্রিয়াঙ্কা-তথাগতরা? আসছে ভামিনী

Updated : Mar 10, 2025 15:47
|
Editorji News Desk

বালুরঘাটের ছোট শহর । হঠাৎ সেখানে নতুন ভাইরাসের হানা । যার সঙ্গে জড়িয়ে রয়েছে বড় অপরাধ চক্র । সেই চক্রকেই দমন করতে এবার মাঠে নামবেন প্রিয়াঙ্কা সরকার । সঙ্গী তথাগত মুখোপাধ্যায় । রহস্য উদঘাটনে সুদূর মুম্বই থেকে এসেছেন উমাকান্ত পাটিলও । চলতি বছর বড়পর্দায় আসছে নতুন ক্রাইম থ্রিলার 'ভামিনী' । একেবারে নারীকেন্দ্রীক সিনেমা । একইসঙ্গে ছবিতে উঠে আসবে লুপ্তপ্রায় গমীরা লোকনৃত্য । সম্প্রতি, প্রকাশ্যে এসেছে সিনেমার চরিত্রের লুক ।

স্বর্ণায়ু মৈত্রের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি । প্রযোজনায় ওমকার ফিল্মস । সিনেমার ফার্স্ট লুকে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় । সিনেমাতেও তিনি একজন লোকনৃত্য শিল্পী । পেশায় কলেজের অধ্যাপিকা । চরিত্রের নাম সুহিতা । তাঁর বাড়িতে থাকেন তিন মেয়ে বাহা, মুন্নি আর মেঘা । তাঁদের নিয়েই গমীরা নৃত্যদল গড়ে তোলেন সুহিতা । একইসঙ্গে গমীরা নৃত্যের আড়ালে বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে তাঁরা লড়াই করেন । এদিকে, হঠাৎ শহরে বেআইনি এক হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় । মুখোশের আড়ালে সেই অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে লড়াই শুরু করে সুহিতা ও তাঁর গমীরা নাচের দল । সুহিতার বন্ধু কমল সাহায্যের হাত বাড়িয়ে দেন । কমলের ভূমিকায় অভিনয় করছেন তথাগত মুখোপাধ্যায় । স্পেশাল পুলিশ অফিসার ইন্দ্রের ভূমিকায় দেখা যাবে উমাকান্ত পাটিলকে । তাঁরা কি পারবে অপরাধ চক্রের কালো মুখোশ খুলে দিতে ? বালুরঘাটে সিনেমার শুটিং হয়েছে । জানা গিয়েছে, চলতি বছর এপ্রিলেই মুক্তি পাবে সিনেমা ।

প্রথমবার বাংলা সিনেমায় অভিনয় করছেন উমাকান্ত পাটিল । এর আগে অবশ্য তামিল, তেলুগু, কন্নড়, ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা । জওয়ান-এও দেখা গিয়েছে মারাঠি অভিনেতাকে । তবে, উমাকান্ত জানিয়েছেন, বাংলা না বলতে পারলেও, তিনি বাংলা একটু বুঝতে পারেন । বাংলা শেখার চেষ্টা করছেন । সকলের থেকে খুব ভালবাসা পেয়েছেন । সবার সঙ্গে কাজ করে ভাল লেগেছে । 

প্রিয়াঙ্কা সরকার জানাচ্ছেন, দক্ষিণ দিনাজপুরের লোকনৃত্যকে এভাবে সিনেমায় মূল বিষয় হিসেবে তুলে ধরা খুবই সাহসী পদক্ষেপ । একইসঙ্গে বালুরঘাটের মতো শহরে শুটিং হয়েছে, এটাও একটা দারুণ ব্যাপার ।  সাধারণত বাংলা সিনেমায় কলকাতা শহরকে দেখেন দর্শকরা । তবে,  বালুরঘাটকে দেখা ও চেনার সুযোগ পাবেন বাংলার দর্শকরা । সিনেমাটা করতে গিয়ে গমীরা-র মতো লোকনৃত্য শিখতে পেরে সমৃদ্ধ হয়েছেন বলে জানাচ্ছেন প্রিয়াঙ্কা । তার জন্য পরিচালক স্বর্ণায়ু ও প্রযোজক সন্দীপকে ধন্যবাদ জানিয়েছেন । 

ভামিনী সিনেমায় একটা বার্তা রয়েছে । সমাজের উদ্দেশে । চরিত্র নিয়ে তথাগত জানিয়েছেন, প্রিয়াঙ্কার বিশেষ বন্ধু তিনি । পেশায় কেমিস্ট্রির অধ্যাপক । তাঁর সঙ্গে প্রিয়াঙ্কার একটা অনস্ক্রিন কেমিস্ট্রিও রয়েছে । এছাড়াও তাঁর চরিত্রে নানারকম টুইস্ট রয়েছে । তা জানতে গেলে দেখতে হবে ভামিনী ।

Priyanka Sarkar

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ