১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিন, এবার আবার একই দিনে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, মানে সরস্বতী পুজো। দুটো দিন এমন মিলে গেল, মনে বসন্ত আসবে না? এমন দিনেই আড্ডা টাইমস এ আসছে 'প্রেমে পড়া বারণ'।
Hemant Soren-Rahul Gandhi: হেমন্ত সোরেনের গ্রেফতারে বিস্ফোরক রাহুল, কংগ্রেস নেতার তোপের মুখে ইডি-সিবিআই
মিতুল আর রণের গল্প। তবে সোজা পথে, আর ৫ টা গল্পে রাজা রাণীর যেমন মিল হয়, নটে গাছ যেমন মুড়িয়ে যায়, এ তেমন গল্প নয়, টুইস্ট রয়েছে।
সিরিজে মিতুলের চরিত্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। আর রণ হল এক্স =প্রেম খ্যাত অনিন্দ্য সেনগুপ্ত। কলকাতারই নানা প্রান্তে হয় ছবির শুটিং।
কৈশোর শেষের প্রেম, কলকাতার আনাচকানাচ, ভালবাসার মরশুম, সব মিলিয়ে নস্টালজিয়া আপনাকে টেনে আনবেই এই সিরিজের কাছে।