শনিবার শহরজুড়ে ছিল প্রেমের মরশুম। বিয়ে করলেন টলিপাড়ার দুই জনপ্রিয় গায়ক অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। দক্ষিণ কলকাতা এক ক্লাবে পরিবার পরিজনদের উপস্থিতিতে সই সাবুদ সেরেছেন দুজন। রবিবার, গায়ে হলুদের লুকও শেয়ার করলেন প্রশ্মিতা নিজেই।
প্রশ্মিতা-অনুপম এক বছর সম্পর্কে থাকার পর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, নিজেরাই জানিয়েছিলেন, কিন্তু বিয়ে নিয়ে খুব জাঁকজমক, মাতামাতির পক্ষে ছিলেন না মিয়া বিবির কেউই। রেজিস্ট্রি সেরে একটাই ছবি পোস্ট করেছিলেন দুজনে। পরে সোশ্যাল মিডিয়ায় আরও কিছু ছবি ছড়িয়ে পড়ে। রবিবার গায়ে হলুদের লুকের ছবি শেয়ার করলেন প্রশ্মিতা। হলুদ নয়, ছক ভেঙে গায়ে হলুদে কনে পরেছিলেন কমলা শাড়ি।
Deepika-Ranveer Dance: জামনগরে স্বমহিমায় দীপিকা-রনভির! হবু মা-বাবার নাচে মাতল আম্বানিদের আসর
রেজিস্ট্রির সন্ধ্যায় প্রশ্মিতা পরেছিলেন গোলাপি বেনারসি। অনুপমের পরনে ছিল সুতোর কাজ করা ঘিয়ে রঙের পাঞ্জাবি।