মাত্র ২৪ বছর বয়সে মৃত্যু হল ‘গাল্লি বয়’ খ্যাত র্যাপার dhorrmesh parmer-এর। মুম্বইয়ের হিপ-হপ গ্রুপ ‘স্বদেশি’র অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রণবীর সিং এবং সিদ্ধান্ত চতুর্বেদী।
এমসি তোড় ফোড় নামেই জনপ্রিয় ছিলেন ধর্মেশ। ইংরাজির পাশাপাশি হিন্দি ও গুজরাটি ভাষাতেও র্যাপ করতেন ধর্মেশ। তাঁর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ বলিউড।
‘গাল্লি বয়’ সিনেমায় এম সি শের-এর চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন ধর্মেশ।
মা হতে চলেছেন সোনম কাপুর, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী
এখনও পর্যন্ত ধর্মেশের মৃত্যুর কারণ সামনে আনা হয়নি। সোমবার দুপুর ২টো নাগাদ দাদারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মনে করা হয়েছে এই মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। যার তদন্ত করছে পুলিশ।