খাতায় কলমে বিচ্ছেদ হয়েছে বছর দেড়েক আগেই। দূরত্ব কি নতুন করে কিছুটা কমল? বলছি বাংলার একসময়কার জনপ্রিয় সেলেব কাপল অনুপম রায় এবং পিয়া চক্রর্বর্তীর কথা।
বিচ্ছেদের পর যেমন নিজেরা একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়েননি তাঁরা, তেমনই একসঙ্গেও দেখা যায়নি, সোশ্যাল মিডিয়াতেও পরস্পরকে আনফলো করেছেন পিয়া অনুপম। দেড় বছর পর হঠাৎ কী হল?
অনুপমের ইউটিউব চ্যানেলের একটি গান শেয়ার করলেন পিয়া, গানটি অবশ্য তাঁর নিজের গাওয়া একটি রবীন্দ্রসংগীত। কিন্তু গানের তলায় জ্বলজ্বল করছে অনুপম রায়ের নাম।
নতুন করে কাছাকাছি আসার ইঙ্গিত, কি? সেসব তো বলবে সময়।