সব রূপকথার শেষটায় 'হ্যাপিলি এবার আফটার' হয় না। বিচ্ছেদ আসে, তবে তিক্ততা পেরিয়ে কোনও কোনও গল্পে পড়ে থাকে একে অন্যের ভাল চাওয়া, শুভেচ্ছা। পিয়া চক্রবর্তী আর অনপম রায়ের গল্পটাও সেরকম। প্রাক্তনের বিয়ের খবর সামনে আসতেই হবু দম্পতিকে শুভেচ্ছা জানালেন পিয়া।
আগামী ২ মার্চ বিয়ে করছেন টলিপাড়ার দুই জনপ্রিয় গায়ক অনুপম রায়-প্রশ্মিতা পাল। খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিকরা যোগাযোগ করেছিলেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে। পিয়া জানিয়েছেন, হবু দম্পতিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। অনুপম-প্রশ্মিতা একসঙ্গে ভাল থাকুন, এমনটাই চান পিয়া।
Kanchan-Sreemoyee: কাঞ্চন 'স্ট্রিক্টলি না করে দিয়েছে'! বিয়েতে সাংবাদিকদের 'অ্যালাউ' করা হচ্ছে না
গত নভেম্বরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সইসাবুদে বিয়ে সেরে সে খবর সামনে এনেছিলেন পিয়া। নেটিজেনদের নানা ট্রোল তাঁদের ব্যক্তি জীবনকে তেমন প্রভাবিত করেনি বলেই জানিয়েছেন পিয়া।