বিতর্ক আর নোবেল যেন হাত ধরাধরি করে চলেন। এই মুহূর্তে তিনি শিরোনামে তাঁর চতুর্থ বিয়ে ঘিরে। দিন কয়েক আগেই বাংলাদেশের গায়ক তথা ‘সারেগামাপা’-খ্যাত মঈনুল এহসান নোবেল জানিয়েছিলেন তিনি চতুর্থ বিয়ে সেরেছিলেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় নোবেল জানিয়েছিলেন, ফারজানা আরশির সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। সঙ্গে তাঁকে আলিঙ্গন করে একটি ছবিও শেয়ার করেন।
কিন্তু, কদিনের মাথাতেই এই বিয়ে অস্বীকার করলেন ফারজানা। ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, নোবেল জোর করে নেশা করিয়ে ভাইরাল হওয়া ছবিগুলো তোলেন। এবং তাঁর সঙ্গে নোবেলের কোনও সম্পর্ক নেই বলেও জানান তিনি। তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ফারজানার, স্থানীয় থানায় তিনি জিডিও করেছেন এই বিষয়টি নিয়ে।
Mainul Ahsan Noble : চতুর্থ বিয়ে সারলেন নোবেল, বিবাহবিচ্ছেদের ৬ মাসের মধ্যে নতুন সংসার শুরু গায়কের
লম্বা পোস্টে তিনি লেখেন, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি সবকিছু ক্লিয়ার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবী ও ছিলো। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোড় ধরে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’