বাবার জুতোয় ছেলে পা গলাবে এটা খুব অস্বাভাবিক নয়, তা বলে এত কম বয়সে? ইউভান তো বড় জোর আড়াই! এখনই বাবার মতো পরিচালনায় হাত পাকাচ্ছে খুদে?
শুভশ্রী ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। রাজের কোলে বসে আছে ইউভান, হাতে ধরা মাইক। শুটিং-এর সময়ে পরিচালকদের যেমন শরীরি ভাষা থাকে, অবিকল তাই-ই ফুটে উঠেছে ইউভানের মধ্যে।
Hrithik Roshan-Saba Azad Wedding: জন্মদিনেই এল সুখবর, বছর শেষেই বিয়ের পিঁড়িতে হৃত্বিক-সাবা ?
ছবিটি 'প্রলয় আসছে'র সেটে তোলা। তাহলে কী মায়ের মতো ক্যামেরার সামনে নয়, বরং বাবার মতো ক্যামেরার পেছনেই বেশি স্বচ্ছন্দ জুনিয়র রাজ? কৌতূহল বাড়ছে রাজ-শুভশ্রীর অনুরাগীদের।