দুর্গাপুজো (Durga Puja 2023) মানেই নতুন জামা, হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া আর রাত জেগে ঠাকুর দেখা । তবে এবার রাত জেগে সিনেমা দেখারও সুযোগ থাকছে । বাড়িতে আপনি রাত জেগে সিনেমা বা ওয়েব সিরিজ হামেশাই দেখেন । কিন্তু, এবার পুজোর সময় হলে গিয়ে রাত জেগে সিনেমা দেখতে পারবেন । সেরকমই উদ্যোগ নিতে চলেছে নবীনা সিনেমা (Navina Cinema) ।
নবীনা সিনেমাহলের কর্ণধার নবীনি চৌখানি জানিয়েছেন, তাঁদের প্রেক্ষাগৃহের দরজা পুজোর সময় সারারাত খোলা থাকবে । 'জওয়ান'-এর চাহিদা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ । ইতিমধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা । এমনটা হলে বাংলা ছবিরই লাভ হবে বলে মনে করছেন সিনেপ্রমীরা ।
আরও পড়ুন, Happy Birthday Asha Bhosle : ৯০ বছরে আশা ভোঁসলে, জন্মদিন সেলিব্রেশন দুবাইয়ে, মঞ্চ মাতাতে তৈরি গায়িকা
এবারের পুজোয়, মোট চারটি সিনেমা দর্শকদের উপহার দিতে চলেছে টলি ইন্ডাস্ট্রি । চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে দেবের 'বাঘাযতীন', কোয়েলের 'জঙ্গলে মিতিন মাসি', মিমি-র 'রক্তবীজ' ও সৃজিতের 'দশম অবতার' ।