চেহারা এবং প্রতিভাকে গুলিয়ে ফেলা বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন ঘটনা নয়, পাত্রী চাই-এর বিজ্ঞাপন হোক, বা অভিনয়ের জন্য শিল্পী, ছকে বাঁধা সুন্দরের চাহিদাই বেশি। শিশুশিল্পীর খেত্রেও তেমনটা হচ্ছে, 'সুন্দর দেখতে' শিশু চেয়ে বিজ্ঞাপন পড়ছে সোশ্যাল মিডিয়ায়, তারই প্রতিবাদে গর্জে উঠলেন অভিনেত্রী পায়েল দে।
WB JEE 2023 Result: রাজ্য জয়েন্টের প্রথম তিনে সাহিল আখতার, সোহম দাস, সারা মুখোপাধ্যায়
অভিনেত্রীর মত, চিত্রনাট্যের প্রয়োজনে চেহারায় কোনও বৈশিষ্ট্য রয়েছে, তেমন শিশুশিল্পীর প্রয়োজন হতেই পারে, তা বলে 'শিশুটিকে 'সুন্দর দেখতে' হতে হবে, এমন বিজ্ঞাপন তো দেওয়া যায় না। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এ ধরনের বিজ্ঞাপন নিয়ে তিনি যথেষ্ট বিরক্ত, মুম্বইতে এরকমটা হয়না।
এই মুহূর্তে 'রামপ্রসাদ' ধারাবাহিকে মা কালীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।