মরুশহর সেজে উঠছে রাঘব-পরিণীতির বিয়ের জন্য। সপ্তাহান্তেই বাজবে বিয়ের সানাই। ইতিমধ্যে উদয়পুরের দুই বিলাসবহুল প্রাসাদ ভাড়া নেওয়া হয়েছে বিয়ে উপলক্ষে।
কনে পক্ষ, মানে পরিণীতি আর তাঁর পরিবারের সদস্যরা থাকবেন লীলা প্যালেসে, বর পক্ষদের জন্য ভাড়া নেওয়া তাজ লেক প্যালেস। নৌকোয় চেপে লেক প্যালেস থেকে লীলা প্যালেসে আসবে বরযাত্রী, একেবারে রাজার মতোই।
পিচোলা লেকের একেবারে মাঝখানে তাজ লেক প্যালেস, যাতায়াতের জন্য জলপথই ভরসা। এই হেরিটেজ হোটেল আসলে মুঘল আমলের স্থাপত্য।
৬৫ টি বিলাসবহুল ঘর, ১৮ টি স্যুট রয়েছে। হোটেলের ঘর ভাড়া শুরু হচ্ছে ৪০ হাজার থেকে। প্যালেসের ভেতর নৌবিহার, পুল, যোগা, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার বন্দোবস্ত রয়েছে।
অন্যদিকে পিচোলা লেকের ধারে লীলা প্যালেস। রাজপুত ঘরানার কারুকাজ করা বিলাসবহুল ঘর বিশিষ্ট হেরিটেজ হোটল। মহারাজা, রয়াল, ডুপ্লে নানা ধরনের স্যুট রয়েছে লীলা প্যালেসে। সব ঘরেরই ভিউ দারুণ। এক রাতের ঘর ভাড়া শুরু হচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা থেকে। রয়েছে স্পা, রাজস্থানী নাচ গানের ব্যবস্থাও। গোটা হোটেল, মানে ৮০ টি ঘরই ভাড়া নেওয়া হয়েছে অতিথিদের জন্য।