সপ্তাহ খানেক আগেই স্বপ্নের বাগদান হয়েছে তাঁদের। রাঘব চড্ডা, পরিনীতি চোপড়া। সেই দিনের একগুচ্ছ- ছবি আবারও শেয়ার করলেন পরিনীতি, সঙ্গে আবেগি কিছু কথা।
এনগেজমেন্টের একগুচ্ছ ছবি সামনে আসতেই দেখা গেল বড় দিদির ভূমিকা পালন করতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। হবু জামাই রাঘব চড্ডার কপালে তিলক কেটে দিলেন প্রিয়াঙ্কা।
বেশ কিছু ছবিতে দেখা গেল কনে পরিনীতির চোখ ছলছল করছে। চোখ মুছিয়ে দিচ্ছেন রাঘব।
ছবি পোস্ট করে পরিনীতি লিখেছেন রাঘবের সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে একবার দেখা হতেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে পেয়ে গিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, যেরকমটা ভেবেছিলেন, তার চেয়েও ভাল কেটেছে বিশেষ দিনটা।