দিল্লিতে ১৩ মে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া- রাঘব চাড্ডা । সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁদের সম্পর্কে পড়েছে শিলমোহর । এবার অনুষ্ঠান মিটতেই পরিণীতির মা রীনা চোপড়ার তরফে এল এক হৃদয়স্পর্শী বার্তা । সোশ্যাল মিডিয়ায় বাগদানের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন তিনি । সেইসঙ্গে, ঈশ্বরের কাছে ধন্যবাদ জানিয়েছেন রীণা চোপড়া ।
পরিণীতির মা লেখেন, "জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন তুমি বিশ্বাস করতে বাধ্য, যে ঈশ্বর আছেন মাথার উপর। এটাও তেমন এক ঘটনা।" পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছা জানানোর জন্য, তাঁদের বিশেষ দিনের সাক্ষ্মী থাকার জন্য় সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি । এদিকে, অনেকের অনুমান, পরিণীতির বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন তাঁর মা । তাই, অনুষ্ঠান মেটার পরই তিনি মুখ খুলেছেন বলে মনে করছেন অনেকে ।
চলতি সপ্তাহে শনিবার দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সম্পন্ন হয় পরিণীতি ও রাঘবের । বোনের বিশেষ দিনে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । এছাড়াও,ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা, বিশিষ্ট রাজনীতিবিদরা নিমন্ত্রিত ছিলেন ।