এক সঙ্গে লাঞ্চ ডেট-ডিনার ডেট, সব হচ্ছে, পোশাক পছন্দ পর্বও নাকি শুরু হয়ে গিয়েছে, মণীশ মালোহোত্রার বাড়িতেও যাতায়াত চলছে, শুধু নিজেদের বিয়ের খবর নিজেদের মুখে নাকি স্বীকার করছেন না অভিনেত্রী পরিনীতি চোপড়া, আর রাজ্য সভার সাংসদ রাঘব চড্ডা। কিন্তু সাংবাদিকরাও ছাড়ার পাত্র নন। সম্প্রতি এক ইভেন্টে এনগেজমেন্টের খবর জিজ্ঞেস করে ছেঁকে ধরলেন পরিনীতিকে? উত্তরে পরিনীতি ঠিক কী বললেন?
প্রশ্ন শুনেও না শোনার ভান করলেন, উত্তর দিলেন না, কিন্তু ঠোঁটের কোনে লেগে রইল লাজুক হাসি। মুখে কিছু বলার আর দরকার হয় কী? অর্থাৎ খবর মিথ্যে নয়, তা একরকম বলেই দিলেন হবু কনে। বিয়ের দিনক্ষণ অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।