গতবছর সেপ্টেম্বরে মাসে আপ নেতা রাঘবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি। উদয়পুরের লীলা প্যালেসে বসেছিল তাঁদের ধুমধাম বিয়ের আসর। এদিকে বলিউডে গত কয়েকদিনে একেরপর এক সুখবর দিয়েছেন বরুণ, ইয়ামি, দীপিকারা। জানিয়েছেন দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। এই আবহেই, বিয়ের নাকি ৫ মাসের মাথাতেই অন্তঃসত্ত্বা পরিণীতি চোপড়া।
Hoichoi: 'বল্লভপুরের রূপকথা'-র সেকেন্ড পার্ট? চৌধুরী পরিবারের রহস্য সন্ধানে সত্যম
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পরিণীতির একটি ভিডিয়ো দেখে নেটবাসী কার্যত হতবাক। নেটিজেনদের একাংশের ধারণা, পরিণীতি প্রেগন্যান্ট। কালো মিড ড্রেস, ডেনিম জ্যাকেটে পরিণীতি বেশ তাড়ায় ছিলেন। কিন্তু তবুও, পাপারাজ্জিদের ক্যামরায় বন্দি হয়েছেন নায়িকা। কেউ কেউ নাকি পরিণীতির বেবিবাম্পও লক্ষ করেছেন। তবে এই জল্পনায় কোনও সিলমোহর দেননি পরিণীতি-রাঘব কেউই।