পরিণীতি চোপড়ার (Parineeti- Raghav Chadha) বিয়ের আলোচনায় এখন বলিপাড়া সরগরম । সম্প্রতি, পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দী হয়েছেন পরিণীতি ও আপ নেতা রাঘব চাড্ডা । তারপর থেকেই তাঁদের প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । খুব শীঘ্রই নাকি তাঁরা বিয়ে করবেন । রোকা বা বাগদানের কথাও নাকি গিয়েছে দুই পরিবারের মধ্যে । এসব জল্পনার মাঝেই এবার অভিনেত্রীকে দেখা গেল ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে । দুইয়ে দুইয়ে চার করলেন অনেকে । নেটিজেনদের একাংশের মতে, বিয়ের পোশাকেরই বরাত দিতে মণীশের বাড়িতে যান অভিনেত্রী ।
মণীশ মালহোত্রার বাড়ির সামনে গাড়ি থেকে নামতে দেখা গেল পরিণীতিকে । কাঁধখোলা কালো গাউনে এদিন দেখা গিয়েছে তাঁকে । অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে ভিতরে ঢুকে যান তিনি । আর সেই ভিডিও সামনে আসতেই তাঁদের বিয়ে নিয়ে জোর চর্চা চলছে । সবাই ধরেই নিয়েছেন রাঘব আর পরিণীতি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন । শুভ খবর আসার আর অপেক্ষামাত্র ।
আরও পড়ুন, Harry Potter: প্রেমিকা এরিনের সঙ্গে লিভইনের এক দশক পার, এবার বাবা হতে চলেছেন 'হ্যারি পটার'
দিন কয়েক আগে রাঘব-পরিনীতির একটি ডিনার ডেটের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই দুজনের মন দেওয়া নেওয়ার খবর সামনে আসতে থাকে। শোনা যাচ্ছে হবু বর কনের পরিবার নাকি বেশ খুশিই এই সম্পর্ক নিয়ে।প্রেমের শুরুটা কবে, বলা মুশকিল, তবে দুজনের বন্ধুত্ব ছোটবেলার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনাও করেছন একসঙ্গে। দুজনেরই দারুণ ব্যস্ততা, তাই রোকার দিন এখনও ঠিক হয়নি, তবে কথা চলছে পুরোদমে।