সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলছেন, পরিনীতি নয়, তাঁকে প্রশ্ন করা হোক রাজনীতি নিয়ে। কিন্তু বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আম আদমি পার্টির নেতা রাঘব চঢা নাকি হতে চলেছেন চোপড়া পরিবারের জামাই। পরিনীতি আর রাঘবের পরিবারে নাকি ইতিমধ্যে রোকা নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
দিন কয়েক আগে রাঘব-পরিনীতির একটি ডিনার ডেটের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই দুজনের মন দেওয়া নেওয়ার খবর সামনে আসতে থাকে। শোনা যাচ্ছে হবু বর কনের পরিবার নাকি বেশ খুশিই এই সম্পর্ক নিয়ে।
West Bengal Weather Update: সপ্তাহের শুরুতেই দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
প্রেমের শুরুটা কবে, বলা মুশকিল, তবে দুজনের বন্ধুত্ব ছোটবেলার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনাও করেছন একসঙ্গে। দুজনেরই দারুণ ব্যস্ততা, তাই রোকার দিন এখনও ঠিক হয়নি, তবে কথা চলছে পুরোদমে।