শেষ হল প্রহর গোনা । রাজনীতির রংয়ের সঙ্গে মিলে গেল বলিউডের রং । বাগদান সারলেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা । নতুন জীবন শুরুর প্রথম ধাপ পার করলেন রাঘব-পরিণীতি । নয়া দিল্লির কাপুরথালা হাউসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের উপস্থিতিতে আংটিবদল করলেন দুই তারকা । প্রেমের জল্পনায় অবশেষে শিলমোহর দিলেন তারকা জুটি ।
বাগদানের পরেই ছবি শেয়ার করে নিয়েছেন পরিণীতি । এদিনের অনুষ্ঠানে দু'জনেই পরেছিলেন সাদা পোশাক । ভাগ করে নিয়েছেন, দু'জনের আংটি পরা হাতের ছবি । কোনও ছবিতে আবার রাঘবের বাহুডোরে দেখা গেল পরিণীতিকে । ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, "যা চেয়েছিলাম তাই পেলাম…আর আমি হ্যাঁ বলে দিয়েছি…ঈশ্বর কল্যাণ করুক ।"
এদিন, আংটি বদল অনুষ্ঠানে বলি জগতের তারকারা উপস্থিত ছিলেন । নিমন্ত্রিতের তালিকায় ছিলেন রাজনৈতিক জগতের রথি-মহারথিরাও । প্রিয়াঙ্কা চোপড়া, মনীশ মালহোত্রা অনেক আগেই পৌঁছে গিয়েছিলেন বাগদান অনুষ্ঠানে । পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মানকেও এদিন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় ।