অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা অনেকেই করেছেন, কিন্তু এবার মুগ্ধতা জানালেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সাংসদ অভিনেত্রীর প্রতিভা নিয়ে মন খোলা প্রশংসা করলেন এই প্রবাদপ্রতিম অভিনেতা।
সম্প্রতি দুজনের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। শিবপ্রসাদ নন্দিতার পোস্ত ছবিটি হিন্দিতে রিমেক করা হয়েছে। ছবির নাম ‘শাস্ত্রী বিরুধ শাস্ত্রী’। এবার মিমির অন্য একটি ছবির প্রচার করলেন পরেশ রাওয়াল।
'ধনঞ্জয়'-এর পর আরও একবার আইনজীবীর চরিত্রে মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে আর এক দুঁদে আইনজীবীর ভূমিকায় টোটা রায়চৌধুরী। একদম বাস্তবের মাটি থেকে উঠে আসা, সত্য ঘটনা অবলম্বনে হইচই-এর নতুন সিরিজ 'যাহা বলিব সত্য বলিব'।
চন্দ্রাশিস রায় পরিচালনা করেছেন সিরিজটি৷ এই প্রথম একসঙ্গে কাজ করেছেন টোটা এবং মিমি। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই দুই দাপুটে অভিনেতার কোর্টরুম টক্কর।