খরাজ মুখোপাধ্যায়ের পর পরান বন্দ্যোপাধ্যায়৷ সুভাষ কাপুরের জলি এলএলবি-৩ ছবিতে অভিনয় করতে পারেন দুজনেই। অক্ষয়কুমার, আরশাদ ওয়ারসির সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন তাঁরা।
জলি এলএলবি রীতিমতো ঝড় তুলেছিল বলিউডে। মে অথবা জুন মাসে শুরু হতে পারে শুটিং। এই ছবিতে খরাজ মুখোপাধ্যায় কাজ করছেন, তা আগেই সামনে এসেছিল, পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
আশি পেরিয়েও এখনও তরতাজা পরান। প্রধান, টনিক, বাদামি হায়নার কবলে-র মতো বড়পর্দার পাশাপাশি দাদুর কীর্তি-র মতো ওটিটি সিরিজেও চুটিয়ে কাজ করছেন তিনি। এবার জলি এলএলবি-৩ ছবিতে তিনি কাজ করবেন, ভালোবাসা পাবেন গোটা দেশের।