পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), এই সময়ের ব্যস্ততম অভিনেতাদের একজন। একাধারে তিনি পরচালনা, অভিনয়, সঞ্চালনা সবই করে থাকেন। কিন্তু কাজ থেকে ফুরসৎ পেলেই গিটার বা ইউকেলেলে হাতে বসেও পড়েন পরম। এবার তিনি গলা ছেড়ে গাইলেন রবি ঠাকুরের গান। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন নন্দী সিস্টার্সের অন্তরা।
Parambrata-Monami: ‘লোকে ভাবত আমরা বিয়ে করব’, ১৫ বছর পর মনামীকে নিয়ে কেন একথা বললেন পরম?
তাঁরা দুজনেই ইউকেলেলে বাজিয়ে গাইলেন, 'তুমি কেমন করে গান করো হে গুণী'। গতকালই মুক্তি পেয়েছে নতুন ফেলুদা সিরিজ সাবাশ ফেলুদা (Sabash Feluda)। অরিন্দম শীল পরিচালিত এই সিরিজে উঠে এসেছে সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকে গন্ডগোল গল্পটি।