কাকপক্ষীতেও টের পায়নি, এই দিনটার আগে, যে পরমব্রত পিয়ার বিয়ে। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঢাক ঢাক গুরগুর আজই নাকি সেই শুভদিন। খবর আগেই চাউর হয়ে গিয়েছে যে, টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলার পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর চার হাত এক হয়েছে।
Parambrata-Piya Wedding: পরমের যোধপুর পার্কের বাড়িতেই হয়েছে শুভকাজ, মেন্যুতে কী কী ছিল জানেন?
জুটিকে একটিবার চোখ ভরে দেখার অপেক্ষায় প্রমাদ গুনছিলেন অনুরাগীরা। অবশেষে শুভ কাজের পর, বহুপ্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণের ছবি শেয়ার করলেন পরম। একেবারে ছিমছাম সাদামাটা লুকে সইসাবুদ করেছেন পরম পিয়া। পরমের পরনে কমলা পাঞ্জাবী , জহর কোট। পিয়া পরেছেন লাল পার সাদা শাড়ি আর হালকা সোনার গহনা। এসব ছবি শেয়ার করে পরম লিখছেন, “Let us go then, you and I
When the evening is spread out against the sky… “This is it.
ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরেছে তাঁদের মন্তব্য বাক্স। টলিপাড়ার একাধিক তারকারা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবনের।