টলিপাড়ার বেশ কিছু তারকাই রয়েছেন যাঁদের কেরিয়ারের শুরুটা ছোটপর্দার হাত ধরে। এই সময়ের জনপ্রিয় দুই তারকা পরমব্রত এবং মনামীও এই পথেরই পথিক। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাটিয়ে ফেললেন এই জুটি। চুটিয়ে কাজও করেছেন। পরম জানান , অনেকেই ভাবতেন তাঁরা নাকি বিয়েও করবেন। এবার দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে কাজ করেত চলেছেন পরম-মনামী। সুখবর জানিয়েই নস্টালজিয়ায় ভাসলেন ‘ফেলুদা’। একটি জাতীয় সংস্থার বিজ্ঞাপনে কাজ করছেন তাঁরা , স্যুট হয়েছে মহারাষ্ট্রে
Pathan: বাংলাদেশে প্রথম মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি, ইতিহাস গড়তে চলেছে শাহরুখ খানের 'পাঠান'
ছবি শেয়ার করে পরম জানান, “অনেক দিন পর।যেন ছোটবেলা ফিরে এলো। আমার কেরিয়ারের শুরুতে যখন টেলিভিশনে কাজ করতাম, আমি এবং মানামী অনেক প্রোজেক্টে কাজ একসঙ্গে করেছি, তখন এমন অবস্থা হয়েছিল লোকে ভাবত আমরা বিয়ে করব। আজ আমরা আবার একসঙ্গে…” মনামীও একই ছবি শেয়ার করে লিখেছেন, ' হাজার কোটি বছর বাদে…কিন্তু ভাইভাটা একই আছে।'