পর্দায় তাঁদের প্রেম নিয়ে আলোচনা ছিল কম, কারণ ছবি ছিল হাতে গোনা, কিন্তু পর্দার বাইরের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। বহু বছর পর অবশেষে আবার একসঙ্গে একই ছবিতে দু'জন। ছবির নাম 'শিবপুর'।
অরিন্দম ভট্টাচার্যের এই ছবি একটি রাজনৈতিক থ্রিলার (Political Thriller) । আটের দশকের অশান্ত সময়ের একটি থ্রিলার। পাঁচ মার্চ বড় পর্দায় মুক্তি পাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মমতাশঙ্কর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ।
বহু বছর পর পরমব্রত ও স্বস্তিকাকে একসঙ্গে এনে বড় চমক দিতে চলেছেন অরিন্দম ভট্টাচার্য । তবে, জুটিতে দেখা যাবে না তাঁদের । পরিচালকের কথায়, এই সিনেমায় প্রেমের কোনও জায়গাই নেই । এর আগে একসঙ্গে 'শাহজাহান রিজেন্সি', 'হেমন্তের পাখি', 'ভূতের ভবিষ্যৎ','মাছ মিষ্টি অ্যান্ড মোর'-এর মতো বহু সিনেমায় কাজ করেছেন স্বস্তিকা-পরমব্রত ।