এমনিতে মেজাজ ভাল থাকলে মিডিয়ার সামনে ফুরফুরে মেজাজেই থাকেন বিরাট-অনুষ্কা। সাম্প্রতিক এক মজার ঘটনা মনে করিয়ে দিল তা। অনুষ্কাকে ভুল করে 'স্যার' বলে ফেলেছিলেন এক পাপারাৎজি। বিরাটের তৎক্ষণাৎ অনুরোধ, তাঁকেও একবার বিরাট ম্যাম বলা হোক।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ক্রিকেটবাহিনীর সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মাও। ফটোগ্রাফারদের অনুরোধে রেস্তরাঁর বাইরে বেরিয়ে এসে ক্যামেরায় পোজ় দেন দম্পতি। কেউ এক জন সে সময় অনুষ্কাকে ‘স্যর’ বলে সম্বোধন করেন।এই ভুল হওয়া মাত্র তা নিয়ে রসিকতা করতে ছাড়েননি কোহলি, তাঁকেও অন্তত একবার বিরাট ম্যাম বলা হোক, অনুরোধ করলেন ফটোগ্রাফারদের।