হিন্দি ছবিতে ডেব্যু আগেই হয়েছে, এবার বিশাল ভরদ্বাজের ওয়েবসিরিজেও নাকি কাজ শুরু করেছেন পাওলি দাম (Paoli Dam)। এবার প্রকাশ্যে এল পাওলির নতুন কাজের ফার্স্ট লুক। ‘জুলি’ নামের একটি সিরিজে অভিনয় করছেন পাওলি। অরিত্র সেনের এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম।
সিরিজের গল্প এগোবে কী নিয়ে?
সিরিজে একজন মহিলা রাজনীতিকের প্রতিকূলতার গল্পই ফুটে উঠবে। সমাজের প্রান্তিক স্তরের একজন মানুষ থেকে রাজনীতিক হয়ে ওঠা। অভিনেত্রীর দু’টি লুক প্রকাশ্যে এসেছে। উচ্চাকাঙ্ক্ষার পথে হেঁটে আপোষ নাকি স্বার্থত্যাগ করে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্র ফাঁস করে দেওয়ার পথে হাঁটবেন জুলি? এই সব উত্তরই দেবে অরিত্র পাওলির এই সিরিজ।
ছবিতে গুরুত্বপূর্ণ নানা চরিত্রে রয়েছেন কৌশিক সেন, গৌরব চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রুতি দাসরা। একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। এই সিরিজ মুক্তি পাওয়ার কথা Addatimes ওটিটি প্ল্যাটফর্মে।
এর আগে একই পরিচালকের সঙ্গে ‘কালী’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন পাওলি। যদিও সেই সিরিজে তাঁর চরিত্র সাজ পোশাক-এসব নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়।