বিয়ের বাসরে সচরাচর ছবিটা অন্যরকম হয়। কনের লাজে রাঙা মুখ, আর চোখে থাকে জল, কিন্তু জনপ্রিয় পাক অভিনেত্রী মাহিরা খানের বিয়ে ছক ভাঙা। দীর্ঘদিনের প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছেন, যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজেকে। আবেগে আনন্দাশ্রু ঝরল পাত্রের চোখ থেকে।
সেলিম করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শাহরুখ খানের নায়িকা। মাহিরার এটি দ্বিতীয় বিয়ে। বিশেষ দিনের ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।বিয়ের মঞ্চে দেখা হতেই হবু মিয়াঁ বিবি জড়িয়ে ধরেছেন একে অন্যকে। সেই দৃশ্য মন ছুঁয়েছে নেটিজেনদের।
Raghav-Parineeti: মিউজিক্যাল চেয়ার থেকে ক্রিকেট, পরিণীতি রাঘবের বিয়ের আগে 'প্রথাভাঙা' খেলা
বিয়ের দিনে 'রইস' অভিনেত্রীর পরনে ছিলপ্যাস্টেল রঙের লেহেঙ্গা, সঙ্গে হীরের গয়না। সেলিমের পরনে কালো শেরওয়ানি এবং নীল পাগড়ি। পাকিস্তানের মুরিতেই হল ডেস্টিনেশন ওয়েডিং।