এ যেন বীরজারার চিত্রনাট্য। পঞ্জাবের কামাল কল্যাণকে (Kamal Kalyan) বিয়ে করবেন বলে পাকিস্তান থেকে অবশেষে এ দেশে এলেন সুমাইলা (Shumaila), এবং তাঁর পরিবার। বাকিরা কাঁটাতারের ওপার থেকেই বিদায় জানালেন তাঁদের মেয়েকে।
২০১৮ তে ভিডিও চ্যাটেই বাগদান পর্ব সারা ছিল। কথা ছিল ২০২০তে বিয়ে হবে। কিন্তু, কোভিড এসে সব হিসেব পালটে দিয়েছিল। অবশেষে স্বপ্ন সত্যি হচ্ছে সুমাইলার। ১০ জুলাই পঞ্জাবেই তাঁদের আনুষ্ঠানিক বিয়ে।
সুমাইলা ধর্মে খ্রিষ্টান। কামাল কল্যাণ সম্পর্কে তাঁর তুতো ভাই। পরিবারের তরফেই তাঁদের বিয়ে ঠিক হয়েছিল। এক আত্মীয়ের বিয়েতেই তাঁদের প্রথম দেখা, কথা হতো হোয়াটসঅ্যাপে।
Sourav Ganguly's 50th Birthday: মাঝরাতে কেক কেটে জন্মদিন পালন মহারাজের, সঙ্গী হলেন ডোনা-সানা
দীর্ঘ অপেক্ষার পর সেই দিনটা যে এসেছে, যেন বিশ্বাসই করতে পারছেন না হবু বর-কনে। বিশেষ দিনটির জন্য অপেক্ষা আর এক দিনের। জলন্ধরে সুমাইলা আর কামাল কল্যাণের চার হাত এক হবে ১০ জুলাই।