বড় পর্দার পর ওটিটি (OTT)-তেও 'ফেলুদা' (Feluda)-র রমরমা । সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলের হাত ধরে ওটিটিতে পা রেখেছে ফেলু মিত্তির । কিন্তু, সন্দীপ রায়ের (Sandip Ray) মতে, ওটিটির থেকে বড়পর্দায় ফেলুদার প্রভাব সবথেকে বেশি । সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন 'হত্যাপুরী'-র (Hatyapuri) পরিচালক ।
পরিচালকরা ওটিটির পর্দার ফেলুদাকে নিয়ে যে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন, তা সন্দীপ রায়ের চোখে কতটা সফল ? এ প্রশ্নের উত্তরে আনন্দবাজারকে সন্দীপ রায় জানান, আসলে তিনি কারও কাজই দেখে উঠতে পারেননি সেভাবে । তাঁর মনে হয়, বড় পর্দায় ফেলুদার যে প্রভাব, সেটা টেলিভিশন বা ওটিটি-র পর্দায় হওয়াটা অসম্ভব। তাহলে ফেলুদার স্বত্ব ওটিটি-সহ অন্য বেশ কিছু মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত কেন নিলেন সত্যজিত পুত্র ? তাঁর মনে হয়েছে, একটু ছড়ালে মন্দ হবে না । অনেকেই ফেলুদাকে নিয়ে কাজ করতে চাইছিলেন । সেটা দিলে খুব একটা ক্ষতি হবে না বলে মনে করেছেন তিনি । তবে, শঙ্কু তাঁর হাতেই রেখেছেন ।
আরও পড়ুন, Madhabi-Sabitri: 'সোনায় সোহাগা', পর্দায় দুই সই সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়
'ফেলুদা'-র ভূমিকায় প্রথম দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে । ইন্দ্রনীলকে 'ফেলুদা' করা নিয়ে ইতিমধ্যেই নানা সমালোচনা হয়েছে । বিশেষ করে তাঁর বাংলা উচ্চারণ নিয়ে অনেকে অনেকরকম কথা বলেছেন । এই বিষয়ে সন্দীপ রায় জানান, ২০১৫ সালে ফেলুদা হওয়ার ইচ্ছে নিয়ে প্রথম তাঁর কাছে যান ইন্দ্রনীল । পরিচালকের কথায়, সেই সময়কার আর এখনকার ইন্দ্রনীলের মধ্যে বিস্তর ফারাক। অনেকটা উন্নতি করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, ও কাউকে অনুকরণ করেনি । শুক্রবার ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'হত্যাপুরী' । সিনেমায় তোপসে ও লালমোহন গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে আয়ুষ ও অভিজিৎ গুহকে ।