শনিবার অনুষ্ঠিত হয়েছে ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২ (OTT Play Awards 2022) । এই অনুষ্ঠানে সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা, সেরা ডায়লগ- সহ একাধিক বিভাগে ওটিটি (OTT) প্ল্যাটফর্মের শিল্পীদের পুরস্কৃত করা হয়েছে । সেখানে পিছিয়ে নেই বাংলাও । 'আরণ্যক'-এর জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল (সিরিজ) বিভাগে অ্যাওয়ার্ড জিতলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অন্যদিকে,সিরিজে বেস্ট ডায়লগস-এর পুরস্কার জিতল 'মন্দার' (Mondar)।
ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় । সেইসঙ্গে 'আরণ্যক'-এর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Jeetu-Nabanita : জিতু-নবনীতাকে একসঙ্গে কেমন লাগে ? লুচি, আলুরদম ও রসগোল্লার মতো !
ওটিটি প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডসে কে পেল সেরা সিরিজ, সেরা সিনেমার পুরস্কার, কেই বা হলেন সেরা অভিনেতা, অভিনেত্রী, একনজরে দেখে নেওয়া যাক...