মহালয়ায় সূচনা হবে দেবীপক্ষের। এই একটি দিন ঘুম কাতুরে বাঙালিও ঠিক ৪ টেয় উঠে পড়েন। রেডিওর ধুলো ঝেড়ে চালানো হয় চন্ডীপাঠ। বেজে ওঠে 'বাজল তোমার আলোর বেণু', সঙ্গে রাশভারী কণ্ঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। মহালয়ার ভোর আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেন সমার্থক। এই দিনের সঙ্গে তাঁর কণ্ঠের নস্টালজিয়া বাঙালি মননে আজও একই ভাবে রয়ে গিয়েছে। এই আবেগ এতটাই যে একবার বীরেন্দ্র কৃষ্ণের বদলে চণ্ডীপাঠ করেছিলেন মহানায়ক উত্তমকুমার।
১৯৮৭ সালে মহানায়ক উত্তম কুমার তখন সাফল্যের মধ্যগগনে। আকাশবাণীর প্রযোজনায় মহালয়ার ভোরে চণ্ডীপাঠে গলা দিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু নিমেষে মহানায়কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছিল বাঙালি৷ আকাশবাণীর সামনে সেই সময় জড়ো হয়েছিলেন কাতারে কাতারে বিক্ষুব্ধ মানুষ। শেষে বাধ্য হয়ে ফের অনুষ্ঠান পুনরায় সম্প্রচার করতে হয়েছিল।