সফল মানুষদের অর্জনটুকুর আড়ালের গল্পটা হয় একদম ভিন্ন। পরতে পরতেই লেগে থাকে স্ট্রাগল। এ সময়ের টলিউডের প্রথম সারির পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) গল্পটা সেইরকম। এখন বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন, নিত্যনতুন ব্র্যান্ডের গাড়ি চড়েন, একটা সময় ৩০০ টাকার ঘর ভাড়া মেটাতে বাঁদর সাজতে হয়েছিল রাজকে।
মফস্বল শহরে বেড়ে ওঠা ছেলেটা স্বপ্ন দেখেছিল টালিগঞ্জে আসার। তার জন্য কী করতে হয়নি রাজকে? কলকাতায় কেরিয়ারের শুরুর দিনগুলোয় হাতে টাকা পয়সা প্রায় ছিলই না। ছিল কিছু বন্ধু। রাজনীতির ময়দানে এখন তারা যুযুধান। সেই রুদ্রনীল ঘোষ সে সময় বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। একসময় ঘর ভাড়া দিতে পারার অবস্থা ছিল না। টাকার জোগার করেছিলেন বন্ধুই। কীভাবে? রাজকে একটা শোয়ের খবর দেন, সেহানে বাঁদর সেজে হুপ হুপ শব্দ করতে হচ্ছিল রাজকে। পারিশ্রমিক পেয়েই ঘর ভাড়ার বন্দোবস্ত করেন রাজ।
Adrija Roy-Serial: বাংলা ছেড়ে সোজা হিন্দি সিরিয়ালে জনপ্রিয় মুখ, বলিউডের স্বপ্নও সত্যি হবে?
এর পরেও বেশ কয়েক বছর জুনিয়র আর্টিস্টের কাজ করতেন রাজ।