পারফেক্ট কাপল, মেড ফর ইচ আদার বললেই বিনোদন জগতের যে মুখগুলো ভেসে ওঠে, শাহরুখ খান (Shahrukh Khan)-গৌরী খান (Gauri Khan) তার মধ্যে অন্যতম। বলিউডের একেবারে হট ফেভারিট সেলেব কাপল তাঁরা। কিন্তু, একেবারে প্রথম থেকেই কি ছবির মতো পারফেক্ট ছিল শাহরুখ-গৌরীর প্রেম কাহিনী? গৌরী কিন্তু বলছেন অন্য কথা। একবার প্রায় ছাড়াছাড়িই হয়ে গেছিল তাঁদের। তার পেছনে অবশ্য কিং খানকেই দায়ী করেছেন গৌরী।
কফি উইথ করণ (Koffee With Karan)-এ গৌরী বলেছেন, বিয়ের আগে প্রেম পর্ব চলার সময় একবার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাঁদের। কারণ শাহরুখের অতিরিক্ত পসেসিভনেস (Pessisiveness)। গৌরীকে নিয়ে সাংঘাতিক অধিকার বোধ ছিল বাদশা-র। আর গৌরী নিজস্ব একটু স্পেস চাইতেন। একটু নিজের জন্য সময় চাইতেন। তাই একসময় শাহরুখের থেকে দূরেই চলে গিয়েছিলেন। পরে যদিও ফিরে আসেন। বাকিটা তো ইতিহাস।