একসময়ে তাঁরা ছিলেন টলিউডের অন্যতম চর্চিত কাপল। নুসরত জাহান-নিখিল জৈন। এখন তাঁরা প্রাক্তন। বরং পেজ থ্রির সব নজর এখন যশ নুসরতের দিকে। রবিবারের ইডেনের ম্যাচে একসঙ্গেই দেখা গিয়েছে লাভ বার্ডকে। অন্যদিকে গ্যালারিতে তখন উপস্থিত ছিলেন নিখিলও, কিন্তু অন্য কারোর সঙ্গে।
নুসরতের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের নাম জড়িয়েছে টলিপাড়ার আরেক অভিনেত্রী সৌরসেনী মৈত্রের সঙ্গে। নিখিলের শাড়ির বিপণনী সংস্থা রঙ্গোলির মুখও সৌরসেনী। তবে নিজেদের সম্পর্ক নিয়ে স্পকটি নট নিখিল-সৌরসেনী দুজনেই।
West Bengal weather Update: কালী পুজোর আগেই শহরে শীতের আমেজ, কী বলছে হাওয়া অফিস?
একই দিন, একই সময়, একই ম্যাচ। গ্যালারিতে আলাদা আলাদা বসে উপভোগ করলেন নিখিল-নুসরত। শুধু দুটো নামের মাঝে এখন ব্যবধানটা বিস্তর, দুজনের হাতও রাখা অন্য কারোর হাতে।