নবী দিবসের উৎসব আরও অনেকখানি উজ্জ্বল হয়ে গেল পার্ক স্ট্রিটের একটি অনাথ আশ্রমের কচিকাঁচাদের কাছে। তাদের সঙ্গে দেখা করতে গেলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। অনেকটা সময় ছোটদের সঙ্গে কাটালেন তিনি। নিজে হাতে বিরিয়ানি বেড়ে দিলেন পাতে। আদর করলেন কোলে নিয়ে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।
পার্ক স্ট্রিটের এক মুসলিম অনাথ আশ্রমে গিয়েছিলেন নুসরত জাহান। এ কে ফজলুল হক গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একঝাঁক মেয়ের সঙ্গে থাকলেন বেশ খানিকক্ষণ।
ভিডিও শেয়ার করে নুসরাত লিখেছেন, 'যখনই হোক, যেমনই হোক না কেন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা নিঃস্বার্থ। ভালোবাসার ভাষায় কথা বলাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। সকলকে ইদ-উল-উন নবী মুবারক যাঁরা পালন করছেন।'
লোকসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। নুসরতকে কেন্দ্র করে একাধিক বিতর্ক। নেটিজেনদের একাংশ তাঁর অনাথ আশ্রমে যাওয়া নিয়ে আপ্লুত, আবার অনেকের কাছে এ-সব কেবলই ভোট রাজনীতির অঙ্ক।