বছরভর বাংলা বিনোদন জগতে সবচেয়ে বেশি যা নিয়ে আলোচনা গসিপ হয়েছে, তা হলো নুসরত জাহান (Nusrat Jahan)-যশ দাসগুপ্তের (Yash Dasgupta) সম্পর্ক। বহুদিন পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে কিছুই স্বীকার করতেন না যশরত। তারপর একসময় প্রকাশ্যে এল নুসরতের সন্তানের বাবা যশ। তারপর একটু একটু করে আড়াল ভেঙে যশের সঙ্গে তাঁর অন্তরঙ্গতার একাধিক মুহূর্তই অভিনেত্রী সাংসদ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ভালোবাসার দিনে (Valentine's day) রইল আরও একটু বেশি কিছু। স্পেশাল দিনের লাভ অ্যান্থেম হিসেবে নুসরত বেছে নিলেন অরিজিত সিং এর রোমান্টিক গান মেরে ইয়ারা। একসঙ্গে কাটানো যশরতের নানা মুহূর্তের ছবি দিয়ে ইন্সটা রিল বানিয়েছেন অভিনেত্রী। কিছু ছবিতে নুসরতের কপালে সিঁদুর ও রয়েছে। যদিও ক'দিন আগেই এক সাক্ষাৎকারে সাংসদ জানিয়েছেন তাঁদের দুজনের সম্পর্কের গভীরতা এতটাই, আলাদা করে বিয়ে করার প্রয়োজন নেই।