নুসরত জাহান। নামটুকুই যথেষ্ট, বছরভর থাকেন চর্চায়। বছরের শুরুতে নুসরত ইন্সটায় পোস্ট করেছেন বেশ কিছু ছবি। টেনিস কোর্টে বসে রয়েছেন অভিনেত্রী। নতুন সখ? হবেও বা, কিন্তু ছবির ক্যাপশন কিন্তু আরও বাড়তি কিছু বলছে।
অভিনেত্রী সাংসদ লিখেছেন, 'খেলা যেন তোমায় বদলে না দিতে পারে, বরং তুমিই খেলাটা বদলে দাও'। ছবির সঙ্গে জুতসই ক্যাপশন তো আরও ছিল, হঠাৎ খেলা বদলানোর কথা কেন বললেন? ব্যক্তিজীবন, না রাজনীতি কীসে বদলের ইঙ্গিত দিলেন নায়িকা? একটু অপেক্ষা করলে নিশ্চয়ই স্পষ্ট হবে পুরোটা।
Ritabhari Chakraborty: বর-কনের কপালে সিঁদুর, দিদির বিয়ের ছবি পোস্ট করতেই ট্রোলিং, জবাব দিলেন ঋতাভরী