রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখা যাবে বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে। PVR, আইনক্সের তরফে এই ব্যবস্থা করা হয়েছে। দেশের মোট ৭০টি শহরের ১৬০টি প্রেক্ষাগৃহ থেকে ওই অনুষ্ঠান সরাসরি দেখতে পাওয়া যাবে। এর জন্য ১০০ টাকার টিকিট ধার্য করা হয়েছে।
কখন থেকে সম্প্রচার শুরু?
জানা গিয়েছে, সকাল ১১টা থেকে সম্প্রচার শুরু করা হবে। এবং বেলা ১টা পর্যন্ত দেখানো হবে। দর্শকদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থাও থাকবে।
কী জানিয়েছে INOX PVR কর্তৃপক্ষ?
এবষয়ে আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে PVR INOX এর সহ অধিকর্তা গৌতম দত্ত জানিয়েছেন, একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে ভারতবাসী। সেকারণে দর্শকদের কাছে ওই ঘটনা তুলে ধরতে অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুধু সিনেমা হল নয়, উত্তরপ্রদেশের সমস্ত কারাগারে ওই অনুষ্ঠানের লাইইভ সম্প্রচার কররা হবে। এছাড়াও অনলাইনেও দেখার ব্যবস্থা থাকছে।