বিতর্ক আর নোবেল যেন হাত ধরাধরি করে চলেন। তিনি শিরোনামে থাকেন প্রায়শই। মাদক সেবনের কারণে বহুবার সমালোচিত হয়েছেন বাংলাদেশের এই গায়ক। এবার গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে কবলে তিনি। ১৭ অগস্ট, বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন নোবেল। অভিযোগ তিনি সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন। বাংলাদেশের কালিয়া উপজেলা, বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাঁকে বাঁচাতে এলে নোবেল দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নোবেলকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।