গত বছর আর আর রাজামৌলির 'নাটু নাটু'র মাধ্যমে ভারতে এসেছিল সেরা মৌলিক গানের অস্কার। এই বছর বিধু বিনোদ চোপড়া ও বিক্রান্ত ম্যাসির ছবি 'টুয়েলভ্থ ফেল'কে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় দর্শকরা। দক্ষিণ ভারতীয় ছবি '২০১৮' নিয়েও প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত অস্কারের মনোনয়ন পেল না কোনও ভারতীয় ছবি৷
অস্কারের মনোনয়নে জয়জয়কার 'ওপেনহাইমার'-এর।
এক ডজনের বেশি মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের এই ছবি। সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে গ্রেটা গারউইগের 'বার্বি'-ও।
তবে 'বার্বি' মনোনয়ন পেলেও অনেককে বিস্মিত করে সেরা পরিচালক ও সেরা অভিনেত্রীর বিভাগে অপ্রত্যাশিত ভাবে মনোনয়ন পাননি 'বার্বি'র পরিচালক গ্রেটা ও অভিনেত্রী মার্গো রবি। একইভাবে 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন' সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা সহ-অভিনেতার বিভাগে মনোনীত হয়েছে৷ কিন্তু সেরা অভিনেতার বিভাগে মনোনয়ন পাননি লিওনার্দো ডিক্যাপ্রিও। এতেও অবাক হয়েছে অনেকেই।