ধারাবাহিকে নতুন মোড়! 'বিয়ের ফুল'-এ ত্রিকোণ প্রেমের আভাস! সান বাংলার নতুন ধারাবাহিকে নতুন টুইস্ট। ইচ্ছে-আর্যর সংসারে কি আগুন লাগতে চলেছে?
ধারাবাহিকে নতুন এন্ট্রি হচ্ছে হিয়ার। হিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নিকিতা দাসকে। ছোটপর্দায় একাধিক কাজ হয়ে গিয়েছে তাঁর। গঙ্গারাম', 'সাহিত্যের সের সময়', 'অগ্নিপরীক্ষা'র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে নিকিতাকে।
এবার 'সান বাংলা'র ধারাবাহিকে নতুন লিড রোলে নিকিতা ওরফে মিষ্টি। ইচ্ছে-আর্যর সাজানো সংসার কি তছনছ হয়ে যাবে হিয়ার জন্য? খুব শিগগির সেই উত্তর দেবে 'বিয়ের ফুল'। চোখ রাখতে হবে সোম থেকে শনি রাত ৯ টায়।