জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক । আবারও নতুন জুটি, নতুন গল্প । সম্প্রতি, ধারাবাহিকের প্রোমো শেয়ার করেছে জি বাংলা । যেখানে জুটি বাঁধছেন স্বীকৃতি ও কৌশিক । তবে, টুইস্ট অন্য জায়গায় । ধারাবাহিকে নায়িকা এক নয়, দুইজন । প্রোমোর শেষে দেখা গেল, গোধূলি আলাপ খ্যাত সমু সরকারকেও । উল্লেখ্য, এই তিন অভিনেতাকেই এতদিন স্টার জলসায় দেখা গিয়েছিল । এবার জি বাংলায় একেবারে অন্যরকম গল্প নিয়ে আসছেন স্বীকৃতি-কৌশিক-সমু ।
নয়া ধারাবাহিকের নাম 'আলোর কোলে' । প্রোমো প্রকাশ্যে আসার পর একটা বিষয় স্পষ্ট যে, অন্যান্য ধারাবাহিকের থেকে আলাদা হতে চলেছে কৌশিকের নয়া ধারাবাহিকটি । প্রোমোর শুরুতেই দেখা গেল স্বীকৃতিকে । একেবারে সুগৃহিণী । সবদিকে তাঁর খেয়াল । ছাদ থেকে জামা-কাপড় তোলা হোক বা মেয়ের স্কুলের ব্যাগ গোছানো, ব্রেকফাস্ট তৈরি করা...সময়ের আগেই সব কাজ শেষ করে রাখেন । কিন্তু,তারপরেই আসে আসল টুইস্ট । প্রোমো যত এগিয়েছে, বোঝা গিয়েছে স্বীকৃতি আদতে মৃত । মৃত্যুর পরেও মেয়ের খেয়াল রাখতে বাড়িতেই থেকে গিয়েছেন ।
প্রোমোতে দেখা যায়, স্বীকৃতির মেয়ে, তারপর কৌশিককে । দেখা যায়, স্বীকৃতিকে বড্ড মিস করে মেয়ে । এদিকে, বাবা কৌশিককে ততটা ঘৃণা করে সে । প্রোমোর শেষে দেখা যায়, স্কুলের জন্য বাড়ি থেকে বেরনোর সময় দুর্ঘটনার মুখে পড়ে স্বীকৃতির মেয়ে । কিন্তু, সামনে থেকেও মেয়েকে বাঁচাতে পারেনি সে । ঠিক সেইসময় এন্ট্রি হয় সমু সরকারের । দুর্ঘটনার হাত থেকে স্বীকৃতির মেয়েকে বাঁচায় সে । প্রোমো দেখে একটা বিষয় স্পষ্ট, ধীরে ধীরে স্বীকৃতির জায়গা নেবে সে । কিন্তু, কেন বাবার প্রতি ঘৃণা মেয়ের, কীভাবে সমুর সঙ্গে সমীকরণ তৈরি হবে কৌশিক ও বাচ্চা মেয়েটির, গল্প কোনদিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষা করতে হবে ধারাবাহিক সম্প্রচার হওয়া পর্যন্ত ।
জানা গিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'খেলনা বাড়ি' । তার জায়গা নিতে পারে নতুন ধারাবাহিক আলোর কোলে । সেক্ষেত্রে নভেম্বরের শেষ থেকেই ধারাবাহিকটি জি বাংলায় সম্প্রচারিত হতে পারে ।