দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হল ধারাবাহিক। সন্ধে হলেই বাঙালির ড্রয়িং রুম জুড়ে থাকেন জগদ্বাত্রী, শিমুলরা। ফের নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে জি বাংলা। গত কয়েকদিন ধরে টলিপাড়ায় অচলবস্থা চলেছিল। তখনও শুটিং-এ ব্যস্ত ছিলেন অনিন্দ, অরুণিমা, মৈনাকরা।
সম্প্রতি প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক ‘কাজল নদীর জলে’র প্রোমো। বোঝাই গেল ফের, ত্রিকোণ প্রেমের নতুন সমীকরণ নিয়ে আসছে এই ধারাবাহিক। অনেক দিন পর ছোট পর্দায় ফিরলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইচ্ছেপুতুলের পর নতুন কাজ নিয়ে ফিরলেন মৈনাক।
প্রোমোতে দেখা গেল অরুণিমা এবং মৈনাক পূর্ব পরিচিত। তাঁদের মধ্যে যোগাযোগ ছিল কলেজের সময় থেকেই। কিন্তু তারপর হঠাৎ কোনও কারণে দূরত্ব। কালের নিয়মে অরুণিমা ওরফে কঙ্কার বিয়ে হয় অনিন্দ্যর সঙ্গে। আর অনিন্দ্যরই আত্মীয় সোনা দা ওরফে মৈনাক।
বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে পুরনো প্রেম খুঁজে পায় কঙ্কা, যদিও সেই ঘটনা চোখ এড়ায়নি তাঁর বরের। এই নিয়ে শুরু হচ্ছে নতুন মেগা। দুপুর দুটো-র স্লটে কতটা সাড়া ফেলতে পারবে এই মেগা, সেটাই এখন দেখবার। ধারাবাহিকটি দেখা যাবে ১২ অগাস্ট থেকে, জি বাংলার পর্দায়।