'ইচ্ছে পুতুল' ধারাবাহিকে নয়া মোড় । অবশেষে পর্দাফাঁস হল ময়ূরীর । তাহলে কি আবার এক হবে নীল ও মেঘ । নাকি নতুন করে একাই জীবন শুরু করবে মেঘ ? ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ।
জি বাংলার তরফে একটি প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গেল, বাড়ির সকলের সামনে ময়ূরীর পর্দাফাঁস করছে গিনি । তারপরও বারাবার সবাইকে মিথ্যে কথা বলে বোঝানোর চেষ্টা করে ময়ূরী । কিন্তু, তাঁর কোনও মিথ্যে, কোনও নাটকই শেষপর্যন্ত ধোপে টিকল না । প্রোমোর শেষে দেখা গেল, মেঘকে বরণ করে নিচ্ছে নীলের মা । সেইসঙ্গে ক্ষমাও চাইল । তাহলে কি এবার হ্যাপি এন্ডিং নাকি নতুন কোনও ঝড় উঠবে নীল-মেঘের জীবনে ? আগামী পর্বগুলোতেই তার উত্তর মিলবে ।
ধারাবাহিক শুরুর প্রথম থেকে টিআরপি তালিকায় সেভাবে পা জমাতে পারেনি ইচ্ছে পুতুল । তবে, সম্প্রতি, কয়েক সপ্তাহ ধরে প্রথম দশের মধ্যে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক ।