টলিপাড়ায় নতুন জুটি। এক নয়, পরপর একাধিক ছবিতেই নাকি সই করছেন ঋষভ বসু, রাজনন্দিনী পাল। টলিপাড়ার জুটি বটে! কিন্তু রসায়ন জমছে কিন্তু বিলেতে। সব ছবির শুটিং-ই হচ্ছে সেখানে।
শার্লক হোমসের আদলে বাংলায় হচ্ছে 'সরলাক্ষ হোম', পরিচালনায় সায়ন্তন ঘোষাল। তাতে আরও অনেকের সঙ্গে রয়েছেন ঋষভ-রাজনন্দিনী। এছাড়া আরও একটি রোম্যান্টিক কমেডিতেও নাকি জুটি বাঁধছেন দুজন। পরিচালক একই, সেই সায়ন্তন।
Marriages in India: ৪০ দিনে দেশে ৩২ লক্ষ বিয়ে! প্রায় ৪ লক্ষ কোটি টাকার ব্যবসা ভারতে
তবে সরলাক্ষ হোমের শুটিং শুরু এরই মধ্যে। অন্য ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ঋষভ- রাজনন্দিনী দুজনেই। প্রশ্ন করলে দুজনের মুখে একই কথা, 'এসকে মুভিজে এরকম কিছু একটা হচ্ছে, এর বেশি জানা নেই'।