একের পর এক ঘর ভাঙার খবর উঠে আসছে টলিউডের অন্দর থেকে। শোনা যাচ্ছে, যিশু নীলাঞ্জনার দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ভাঙতে বসেছে। এই আবহে, ঋষি কৌশিকের পোস্ট ঘিরেও বিচ্ছেদের জল্পনা মাথাচাড়া দিয়েছে। কিন্তু, যাঁদের বিচ্ছেদ প্রায় ধরেই নেওয়া হয়েছিল, এবার তাঁদের সম্পর্কেই নতুন ট্যুইস্ট।
তিন বছর ধরে আলাদা থাকার পর অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিস্ত কাগজে কলমে বিচ্ছেদে সায় দিয়েছিলেন গত বছর। ১৩ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছিলেন তাঁরা, একথা মোটামুটি সকলেরই জানা। টলিপাড়ার এক জনপ্রিয় নায়িকার সঙ্গে, ইন্দ্রনীলের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সম্প্রতি ফের এক ফ্রেমে দেখা গেল বরখা এবং ইন্দ্রর। সেখান থেকেই, জল্পনা চলছে তাহলে কি ফের মনমালিন্য মিটিয়ে ফের কাছাকাছি আসছেন জুটিতে?
আসলে, ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। বরখা এবং ইন্দ্রনীলের ‘চলতি রহে জিন্দেগি’ নাম একটি ছবির একটি ঝলক প্রকাশ্যে এসেছে। আর এই ছবি সামনে আসার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছিল। কিন্তু বরখা জানিয়েছেন, এই ছবির শ্যুটিং হয়েছিল লকডাউনের সময়। জানা গিয়েছে, তারপরেই তাঁদের সংসারে অশান্তির সূত্রপাত হয়।
তবে বরখা জানিয়েছেন, নতুন করে তাঁদের সম্পর্কের কোনও উন্নতি হয়নি। তিনি জানান, “আমরা যখন এই ছবির শুট করি তখন লকডাউন চলছিল। আমাদের বিবাহিত জীবন ছিল আনন্দে পূর্ণ। সেই সময় পরিচালক আরতি এস বাগদি এই সিনেমার প্রস্তাব নিয়ে আসেন।” ছবিতে তাঁদের মেয়ে মীরাকেও দেখা যাবে।