রাজ চক্রবর্তীর এখন সত্যিসত্যিই নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। সদ্য বাবা হয়েছেন তিনি৷ সোমবারই স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং সদ্যোজাত মেয়ে ইয়ালিনিকে হাসপাতাল থেকল বাড়ি নিয়ে এসেছেন৷ আবার মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে মহাযজ্ঞ- ২৯ তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। রাজ এই উৎসবের চেয়ারম্যান৷ যাবতীয় দায়িত্ব তাঁর কাঁধে। তার সঙ্গে রাজ আবার বিধায়ক৷ সেই দায়িত্বও আছে।
রাজ অবশ্য খুব যে স্ট্রেসড, তা নন৷ তাঁর কথায়, কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের জন্য সারা বছর ধরেই কাজকর্ম চলে৷ এটা একদিনের বা এক সপ্তাহের ইভেন্ট নয়। রাজ জানিয়েছেন, উৎসবকে সফল করে তুলতে গৌতম ঘোষ, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, পি বি চাকীর মতো মানুষরা সব সময় পাশে থাকেন। এই বছর পুরোদমে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই অসুবিধা হবে না।
রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানও বোনকে পেয়ে খুব খুশি৷ রাজ জানিয়েছেন, সে ইয়ালিনিকে দেখে বলছে, "ছোট্ট বোন, তুমি আমার সঙ্গে খেলবে তো?" চলচ্চিত্র উৎসবের ব্যস্ততার মাঝেই রাজ বলছেন, "আমরা প্রার্থনা করছিলাম যেন মেয়ে হয়৷ তাই হয়েছে। এই অনুভূতির তুলনা হয় না।"