অভিযোগ রয়েছে যৌন হেনস্থার। তা সত্ত্বেও কালজয়ী টিনে তলোয়ার নাটকে মঞ্চে দেখা গেল অভিনেতা সুদীপ্ত চট্টোপাধ্যায়কে। শনিবার কলকাতার মধুসূদন মঞ্চে এই ঘটনার পর নাটক থেকে সুদীপ্তকে বাদ দেওয়া দাবিতে সরব নাট্যপ্রেমীদের একাংশ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার জন্য নির্দেশক সুমন মুখোপাধ্যায়ের তীব্র সমালোচনা করা হয়েছে। যদিও, নেটিজেনদের এই দাবির কোনও প্রতিক্রিয়া দেননি নির্দেশক।
২০১৯ সালে সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তাঁরই এক ছাত্রী। অভিযোগ অস্বীকার করেছিলেন সুদীপ্ত। যদিও কলকাতার সেই নামি স্কুল থেকে কার্যত চাকরি ছাড়তে বাধ্য হন সুদীপ্ত। এ ছাড়াও অন্য এক অভিনেত্রীও সুদীপ্তর বিরুদ্ধে একই ধরণের অভিযোগ করেন।
Deepika-Ranveer Dance: জামনগরে স্বমহিমায় দীপিকা-রনভির! হবু মা-বাবার নাচে মাতল আম্বানিদের আসর
উৎপল দত্তের কালজয়ী নাটক 'টিনের তলোয়ার'-এর শো ছিল শনিবার। সুমনের নির্দেশনায় এই নাটকে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, শঙ্কর চক্রবর্তী, পৌলমী চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা। তাঁদের সঙ্গেই অভিনয় করেছেন সুদীপ্ত।
এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি নির্দেশক সুমন৷ নাটকটির পরবর্তী অভিনয় থেকে বাদ দিতে হবে সুদীপ্ত চট্টোপাধ্যায়কে। পাশাপাশি স্পষ্ট বিবৃতি দিয়ে জানাতে হবে বাদ দেওয়ার কারণ। সোশ্যাল মিডিয়ায় এমন দাবি তুলেছেন অনেকেই।